মানুষ তার আদিম-বন্যজীবন অতিক্রম করে সভ্যজীবনে প্রবেশ করল,- সমাজবদ্ধ জীবনযাপনে অভ্যস্ত হল,- সেদিন হতেই সে প্রয়োজন অনুভব করল অনুশাসনবাদ ও শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনের । আর, এই অনুশাসনবাদের জন্যই প্রয়োজন হয়ে পড়ল ধর্মবোধ।ধর্ম মানে তা'ই যা আমাদের বাঁচা-বাড়াকে ধরে রাখে। ধর্ম আমাদের সুষ্টু ও সুস্থ জীবনচলনা অক্ষুন্ন রাখে। সভ্যতার সেই শুরুর দিনগুলিতে স্বভাবতই নব্য সমাজবদ্ধ মানুষের চেতনা, বোধ, জ্ঞান-বুদ্ধি ছিল আদিম পর্যায়ের,- অনুন্নত। প্রকৃতির কূলে অবস্থিত বিভিন্ন বস্তু, বিষয় ও ঘটনাবলি ছিল তাদের কাছে ব্যাখ্যার অতীত, অজ্ঞাত ও বিস্ময়কর। আর সেই বিস্ময় বা অজ্ঞতা থেকেই তারা বিভিন্ন গাছ, পাথর, সূর্য, চন্দ্র, পবন, বৃষ্টি, অগ্নি ইত্যাদি বস্তু ও বিষয়গুলির মধ্যে অলৌকিক ক্ষমতাসম্পন্ন ঈশ্বর