এখনও নেতাজীকে কেন এত ভয় ?( পূর্ব প্রকাশিতের পর )১৯৮৫ সালে গুমনামী বাবার মৃত্যু হলে রাম ভবন থেকে উদ্ধার হলো অগণিত চমকপ্রদ সব জিনিসপত্র। - নেতাজীর হস্তাক্ষরের সঙ্গে অবিকল মিল রয়েছে এমন ডজন ডজন চিঠি। - বইয়ের পাতায় পাতায় তাঁর নিজের হাতের লেখা নোট। - ব্যক্তিগত সামগ্রী, চশমা থেকে শুরু করে অনেক রকমের সরকারি নথি পর্যন্ত। প্রশ্ন জাগল — একজন অজ্ঞাত পরিচয় সাধুর ঘরে এত ধরনের নেতাজী-সম্পর্কিত জিনিস এল কীভাবে ? তিনি কি কেবল নেতাজীর ভক্ত ছিলেন, না কি তিনিই ছিলেন নেতাজী, ছদ্মবেশে অদৃশ্যভাবে ? সরকারি নথি এই ব্যাপারে সবসময়ই নীরব থেকেছে। কিন্তু মানুষের স্মৃতি, প্রত্যক্ষ অভিজ্ঞতা আর উদ্ধার হওয়া দলিলপত্র — সব একসাথে বলছে অন্য গল্প। গুমনামী বাবা শুধুই নিছক একজন সাধু ছিলেন না। তিনি ছিলেন এক অদৃশ্য