প্রোগ্রামড সভ্যতার দান — “এলিয়েন মানুষ”আজ পৃথিবীর জনসংখ্যা প্রায় আটশো কোটি।এই বিপুল জনসংখ্যার সবাইকে আমরা মানুষ বলেই বিশ্বাস করি—কিন্তু প্রশ্ন হলো, আমরা সবাই সত্যিই মানুষ আছি তো ?হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, মুখ আছে হাসি আছে—তবুও মনে হয় কিছু একটা হারিয়ে গেছে।আমরা হাসি, কিন্তু হাসির মধ্যের সেই নির্মল আনন্দ আর খুঁজে পাই না;আমরা ভালোবাসি, কিন্তু হৃদয় দিয়ে হৃদয় ছুঁতে পারি না; কেমন জানি উপরসা উপরসা ভালোবাসা।আমরা শুনি, কিন্তু অনুভব করি না। বলি, কিন্তু অন্তর থেকে নয়; কেমন জানি কলের গানের রেকর্ডের মতো।আমরা খাবার খাই,কিন্তু এমনভাবে খাই যেন শুধু শরীর চালানোর জন্য জ্বালানি ভরছি ! একবারের জন্যও