আমাদের জীবনসায়রে ' সমুদ্রমন্থন' এর গল্প।

পুরানে বর্নিত সমুদ্রমন্থনের গল্প আমরা সকলেই জানি। ভাগবত পুরান, বিষ্ণুপুরানসহ বিভিন্ন পুরানে এবং মহাভারতেও এই সমুদ্রমন্থনের উল্লেখ পাওয়া যায়। দেবতাকূল এবং অসুরকূল একদিন বসে সিদ্ধান্ত নিল,- অমৃত প্রাপ্তির উদ্দেশ্যে তারা সমুদ্রমন্থন করবে। যেই ভাবা সেই কাজ। একদিন শুভক্ষনে ক্ষীরসাগরে মন্দার পর্বতকে মন্থনদন্ড বানিয়ে এবং বাসুকী নাগকে মন্থনরজ্জু বানিয়ে দেবতা ও অসুরদল মিলে সমুদ্রমন্থন শুরু করল। কিন্তু এত টানাটানির ফলে মন্দার পর্বত সাগরে বসে যাচ্ছিল,- তাই ভগবান বিষ্ণু কচ্ছপরূপে মন্দার পর্বতের নীচে অবস্থান করলেন। শুরু হল সমুদ্রমন্থন। পর্যায়ক্রমে একে একে সমুদ্রের তলদেশ থেকে উঠে এল চৌদ্দটি দ্রব্য। প্রথমেই উঠে আসল হলাহল কালকূট বিষ,- যা স্বয়ং মহাদেব তাঁর কন্ঠে ধারন করে সৃষ্টি রক্ষা করলেন। তারপর