অ্যাডাপটোজেন – প্রাচ্যের মাটির এক বিস্মৃত আশ্চর্য দান by যোগী কৃষ্ণদেব নাথ | KD Lifestyle | ykdonline.in মানুষের শরীর কোনো যন্ত্র নয়, এটি এক জীবন্ত চেতনা। এটি নিজে নিজেই হিলিং (healing) করতে পারে, নিজেই ভারসাম্য খুঁজে পেতে পারে। আমাদের শরীরের প্রতিটি অঙ্গ, প্রতিটি কোষ, প্রতিটি নিঃশ্বাস প্রকৃতির সঙ্গে যুক্ত — এবং এই প্রাকৃতিক সংযোগই ধরে রাখে শরীরের আসল প্রাণশক্তি (vitality)। যখন তুমি স্ট্রেসে থাকো, শরীর তখন শান্ত হতে চায়। যখন তুমি ক্লান্ত, শরীর শক্তি খুঁজে পায়। যখন মন ভারাক্রান্ত, তখন শরীরই ধীরে ধীরে আত্মাকে নিরাময় করে। আর এই অসাধারণ “Self-Healing System”-কে সাহায্য করে প্রকৃতির কিছু বিশেষ ভেষজ উপাদান — যাদের বলা হয় অ্যাডাপটোজেন (Adaptogens)। অ্যাডাপটোজেন কী?অ্যাডাপটোজেন কোনো ওষুধ