জাগ্রত কালী ও মনোস্কামনা পূরন!

  • 60

সক্কাল সক্কাল  বন্ধুবরের ফোন,-" এই চল, আজ উদয়পুর মাতা বাড়ীতে যাই। পূজো দেব।"অবাক হলাম। ভূতের মুখে রামনাম!!" হঠাৎ উদয়পুর মাতার বাড়ী??!! কি ব্যাপার?? শরীর মন সুস্থ তো?" -" ধূত্!!  ফাজলামো করিস না। সিরিয়াসলি বলছি,- চল ঘুরে আসি।"- " ব্যাপারটা কি বল আগে। ধান্ধাটা কোন জায়গায়? মাকালীর প্রতি কোনরকম ভক্তি তো আগে তোর মধ্যে দেখিনি। হঠাৎ এত ভক্তির জোয়ার?"" আরে, আজকে দীপাবলি না?!! এইদিন উদয়পুরের কালী মা খুব জাগ্রত থাকেন। সবাই যায়।" " ওঃ এদিন সেই মন্দিরের কালী মা ঘুমান না?  সেটাই তো স্বাভাবিক।  সারারাত মানুষের হইচই, আলোর রোশনাই, বাজির শব্দ। মা কালী এদিন তো জেগে থাকারই কথা।" " না,  না, - ব্যাপারটা তা