তুমি যদি না আসতে

  • 57

১) তুমি যদি না আসতে, তাহলে ধর্মটা আমরা অনুষ্ঠান বলেই জানতাম।।। ধর্ম যে চরিত্রগত করতে হয়, নিত্য আচারের মাধ্যমে, তা হয়তো জানতাম ই না।।। ধর্ম মানে যে বাঁচা বাড়া, তা তুমিই বললে যে, আমাদের ধারনা ছিল, পূজা পার্বন ই ধর্ম।।২) লক্ষীপূজা করলেই লক্ষীলাভ হয় বলে আমরা জেনেছি, তুমি বললে, "সদাচারে বাঁচে বাড়ে, লক্ষীবাধা তাঁর ঘরে"।  মানে সদাচারে বাঁচলে বাড়লেই, অর্থাৎ লক্ষী চলনাই যে লক্ষীলাভের উপায়, তা জানলাম এবং এ উপলব্ধিও করছি, অসদ আচরণ ও অসাদাচারী চলনে লক্ষী লাভ অসম্ভব, তা বুঝিয়ে দিলে ঠাকুর।।। ৩) মন যা চায়, তাই খেতে হয়, এটাই আমরা জানতাম, তুমি এসে দুম করে বললে যে, "মাছ মাংস