ঝরাপাতা - 37

  • 180

ঝরাপাতাপর্ব - ৩৭রনির ধিক্কারে এতক্ষণ জমে থাকা সব রাগ, অপমান জল হয়ে চোখ থেকে গড়াতে থাকে মিলির। রনি কথাটা বলতে বলতে ঘেন্নায় মুখ ফিরিয়ে নিয়েছিল, এই নিঃশব্দ কান্না দেখতে পায় না। সমর আর গোপা বিশ্বাস না করলেও এখন কি বলবে ভেবে পায় না। যেহেতু চন্দন সাহার পরিচয় মিলিই নিজের মুখে বলেছে, এখন রনির কথায় ওর চোখে জল দেখে বনি আর পিউ বোঝে, মিলির দোষ নেই। পিউ মিলিকে জড়িয়ে ধরে বলে, "কি হয়েছে আমাকে বলতো। সবটা খুলে বল।"- "ও কি বলবে? মুখ আছে ওর বলার?" রনির গলায় এবার শান্ত ব্যঙ্গ। - "দাঁড়াও ভাই, কিছু একটা গোলমাল আছে। ওকে বলতে দাও। কান্না বন্ধ কর