ঝরাপাতাপর্ব - ৩৮বনি সমরকে বোঝাতে এগোনোর আগেই রনি মুখ তোলে, পরিষ্কার গলাতেই বলে, "কাকু, আপনাদের সকলের হয়ত খারাপ লেগেছে, তার জন্য আমি ক্ষমা চাইছি। সত্যিই মন থেকে ক্ষমা চাইছি। কিন্তু আপনারাও একবার ভেবে দেখবেন, আমার জায়গায় দাঁড়িয়ে ভেবে দেখবেন, আমার পরিস্থিতি কি হয়েছিল? ছেলেটি কাল অস্বীকার করলে, এই ফোনটাও সে সাজানো বলতে পারে। রেকর্ডিংটা জেনুইন প্রমাণ করা যাবে হয়ত, কিন্তু সেটা খুব সহজ নয়, যথেষ্ট ঝঞ্ঝাটের কাজ। আমরা সবাই নাহয় জানলাম, কাজটা এই ছেলেটির, সেটাও কি খুব অস্বাভাবিক নয়? এতদূর কেউ যায়? প্রায় পাঁচ লাখ টাকা নাকি ওরা খরচ করতে তৈরি এই পরীক্ষার জন্য ! আবার তাও মিলিকে সারপ্রাইজ দেবে