পৌরাণিক দেবতা ও দানব আসলে কী ?

  • 54

পৌরাণিক দেবতা ও দানব আসলে কী ?মানবসভ্যতার ইতিহাসে এমন কিছু প্রতীক আছে, যেগুলো মানুষের চিন্তার আদিম স্তরগুলোর একেকটি কোড। “দেবতা” ও “দানব” সেই রকমই দুটি কোড বা প্রতীক।এখনকার মানুষ এদের নাম শুনলেই ভালো-মন্দের লড়াই বলে কল্পনা করে। মানুষ মনে করে, দেবতা মানে পুণ্য, দানব মানে পাপ। কিন্তু আমাদের প্রাচীন ভারতীয় জ্ঞান এভাবে ভাবত না। ভারতীয় চিন্তার মূল কথা ছিল, বিরোধ নয়, ভারসাম্য। দেবতা ও দানব আসলে মানুষের চেতনা ও পদার্থবিজ্ঞানের দুই প্রান্ত। এই দুইয়ের পারস্পরিক সংঘাত, প্রতিযোগিতা ও সহযোগিতাই সভ্যতার বিবর্তনের পেছনে অন্যতম ইন্ধন হিসেবে কাজ করে এসেছে।ঋষি কশ্যপের তিন স্ত্রী - অদিতি, দিতি ও দনু। এই তিন ঋষিপত্নী হলেন