বিবাহবিভ্রাট - 6

গ্রামের সাধারণ পরিবেশে বড় হয়ে উঠা, খুবই সাধারণ,অর্ধশিক্ষিত  গ্রাম্য মা-বাবার একমাত্র ছেলে পড়াশোনা শেষ  করে শহরে চাকরি করছে। মা-বাবার প্রতি সাংঘাতিক নিবেদিত প্রান,- তাদেরকে সুখে শান্তিতে রাখাই ছেলের মনের  একান্ত বাসনা। কিন্তু শহুরে উচ্চশিক্ষিত বন্ধুবান্ধবদের সুন্দরী-স্মার্ট-উচ্চশিক্ষিত বউ দেখে নিজেও বিয়ে করার জন্য উচ্চশিক্ষিত-স্মার্ট-চটকদার সুন্দরী মেয়ে খুঁজতে থাকে,- স্ট্যাটাস রক্ষার উদ্দেশ্যে। সেই মুহুর্তে নিজের গ্রাম্য সহজ সরল মা-বাবা, নিজের গ্রাম্য আত্মীয় স্বজন, নিজের প্রকৃত অবস্থান ভুলে গিয়ে,- বন্ধুবান্ধবদের কাছে স্ট্যাটাস রক্ষাই বিয়ের একমাত্র উদ্দেশ্য হয়ে উঠে৷ চটকদার স্মার্ট সুন্দরীর স্বপ্নে ছেলে বিভোর হয়ে আছে। কিন্তু বিয়ের পর সেই ছেলের মাতৃভক্তি-পিতৃভক্তি প্রবলভাবে মাথা ছাড়া দিয়ে উঠছে, নিজের গ্রাম্য আত্নীয় স্বজনের কাছে নিজেকে