গতকাল স্যোসাল মিডিয়ায় দেখলাম,- পশ্চিমবঙ্গের একজন সুপরিচিত রাজনৈতিক ব্যাক্তিত্ব মাইক হাতে বেশ বিজ্ঞের মত ভগবান রামচন্দ্রের আদর্শ নিয়ে প্রশ্ন তুলে তাঁকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছেন। দেবী সীতার অগ্নিপরীক্ষা এবং গর্ভাবস্থায় সীতার বনবাসের সিদ্ধান্ত নিয়ে কটাক্ষ করে ভগবান রামচন্দ্রকে অপরাধী বলে প্রমান করতে চাইছেন। এটাই সমস্যা!! অঢেল টাকার মালিক আর ক্ষমতা ও প্রতিষ্ঠার অধিকারী হলেই আমাদের মত সাধারণ মানুষ নিজেকে এমন কেষ্টবিষ্টু ভাবা শুরু করি যে,- পুরুষোত্তমের উপর আঙ্গুল উঠাতে দুইবার চিন্তা করিনা। পুরুষোত্তমের অনেক আচরন ও কর্ম আমাদের সাধারণ বুদ্ধির বোধগম্য নাও হতে পারে। তখন আমি শ্রদ্ধার সাথে তার সম্পর্কে কৌতূহল প্রকাশ করতেই পারি। কিন্তু তা না করে,- নিজের ক্ষুদ্র