ঝরাপাতাপর্ব - ৪০সব কথা মনে পড়ার পর থেকে নিজের সঙ্গে একটা অসম যুদ্ধ চলছে মিলির। সেদিন যে প্রশ্নগুলো উঠে এসেছিল, আজ রনিকে ডেকে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে সেগুলো। ওর মনে আসলে কি আছে জানতে ইচ্ছে করছে। তার সঙ্গে সঙ্গেই মনে হচ্ছে, "যেটা স্বাভাবিক উত্তর, রনিদা যদি সেটাই বলে, ও আমাকে পছন্দ করে না, শুধু আমাকে সুস্থ করার চেষ্টা করছিল ! তার চেয়ে থাক, সব কথা মুখে এনে মুখোমুখি দাঁড়ানোর, চোখে চোখ রেখে ভালো থেকো বলার জায়গাটাও নষ্ট করে কি লাভ !" সকালে কলেজে একটাও কথা হয়নি রনির সঙ্গে। শুধু ওর সঙ্গে নয়, কারও সঙ্গেই কথা বলেনি রনি। মিলি জানেনা, ও ক্লাসে