জঙ্গলের প্রহরীপর্ব - ৪০সিদ্ধার্থ চুপ করে ভাবছে, "আবার কলকাতায় ফিরে যাওয়া? আবার তালুকদার স্যারের চেম্বার, নতুন নতুন কেস, অপরাধ, ফাইল, উপরমহলের চাপ, মিডিয়ার প্রশ্ন, প্রতিদিন প্রাণ হাতে নিয়ে ইনভেস্টিগেশন? এই পাহাড়, জঙ্গল, বসতি, নিজের মাটি, সব একবার মেঘের আড়াল থেকে মুখ দেখিয়ে আবার লুকিয়ে পড়বে? শুক্লা কালই জেনেছে, আমার আছে কেবল জেঠুমণির পরিবার। সঙ্কর্ষণবাবু ভালমানুষ, তাঁর সঙ্গেও হয়ত সুসম্পর্ক থাকবে।" একবার মুখ ঘুরিয়ে ও শুক্লার দিকে তাকায়, সোমার সঙ্গে সবাই মিলে গল্প করছে শুক্লারা। শুক্লা যদি আজকের পর ওকে রিজেক্ট করে, আর কোনোদিন এখানে ফেরা হবে না ওর। এটাই বোধহয় ওর নিয়তি। বাড়ি, পরিবার, কিছুই ওর জন্য নয়। সেজন্যই বাবা মা...... জেঠিমণির