মানুষের “প্রথম ব্রেইন” কোনটি ? -- যোগী কৃষ্ণদেব নাথআমরা ছোটবেলা থেকে শিখেছি — ব্রেইনই শরীরের বস। ব্রেইন বলতে এখানে মস্তিষ্ককেই বোঝানো হয়েছে। কিন্তু এই শতাব্দীর শুরুর দিক থেকেই আমরা আরও একটি ব্রেইনের কথা শুনতে পাচ্ছি। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের নতুন গবেষণা থেকে গাটকে বলা হচ্ছে “সেকেন্ড ব্রেইন”। বর্তমান সময়ের মেডিক্যাল সায়েন্স অনুসারে মানুষের মস্তিষ্ক হলো ফার্স্ট ব্রেইন এবং গাট হচ্ছে সেকেন্ড ব্রেইন। কিন্তু এই সিদ্ধান্ত কতটুকু ঠিক?গাট সম্পর্কে যত পড়াশোনা করছি, আমার কাছে পরিষ্কার হচ্ছে — মানুষের প্রথম ব্রেইন মস্তিষ্ক নয়, গাটই। কারণ সময়ের সঙ্গে সঙ্গে বিজ্ঞান আমাদের সামনে উল্টো