পেঁয়াজ রসুন ভক্ষন নিষিদ্ধ কেন?

আমার রিসার্চ গাইড, - ডাঃ এ.কে.পাশোয়ান দেশের একজন খ্যাতনামা পেইন স্পেশালিষ্ট। কয়েকদিন পূর্বে তার জন্মদিনের পার্টিতে আমায় নিমন্ত্রন করেন। স্বভাবতই  পার্টিতে গিয়ে আমি শুধু কোল্ড ড্রিংকস আর কাজু বাদাম খেয়ে সময় অতিবাহিত করছিলাম। তিনি তা লক্ষ করে জিজ্ঞেস করেন,-" ক্যায়া বাত হে ব্যাটা,- তু কুছ লেতা কিও নেহী?" আমি কাচুমাচু করে বললাম,-" স্যার, ম্যা তো শাকাহারী হুঁ,- পেঁয়াজ লসুন নেহী লেতা।" আমি ভাবছিলাম তিনি আমার কারন শুনে বিরক্ত হবেন। কিন্ত তিনি যারপরনাই খুশী হয়ে গেলেন। আমার পিঠ চাপরে বললেন,-" বহুত বড়িয়া!! তু বহুত উপর যায়েগা ব্যাটা।  যো লোগ শাকাহারী হোতে হ্যা,- অউর পেঁয়াজ লসুন নেহী খাতে হ্যা,- উন লোগোকা  দিমাগ