খুব ভাল আছি

রাস্তায় পরিচিত কারো সাথে দেখা হলে একটিবার  জিজ্ঞেস করুন,-" কেমন আছেন দাদা ?" অধিকাংশ মানুষই মুখটা নিরস করে উত্তর দেবে,-" এই তো দাদা, কোনমতে চলে যাচ্ছে।" অথবা,-" আছি দাদা মোটামুটি!! ",  " ভালনা দাদা।" , " ভাল-মন্দ মিলিয়ে কেটে যাচ্ছে দাদা।", " দিনকালের যা অবস্থা,- কেমন আর থাকব বলুন!!".. এই ধরনের উত্তরই আসবে। অর্থাৎ পরিচিত বেশীরভাগ মানুষই বুকে হাত দিয়ে দৃঢ়তার সাথে হাসিমুখে বলতে পারেনা,-" খুব ভাল আছি দাদা।"  সত্যি সত্যি অধিকাংশ মানুষই ভাল নেই অন্তর থেকে। অথচ, তার বাড়ীতে একটিবার গিয়ে দেখুন,- দেখবেন,- বাড়ীতে আরাম-আয়েস-বৈভবের কমতি নেই, সুন্দর বাড়ী রয়েছে, প্রয়োজনের চেয়ে অনেক বেশী অর্থ তার কাছে রয়েছে, বড় বড় মোটা অংকের