ঝরাপাতা - 44

ঝরাপাতাপর্ব - ৪৪মনের স্বপ্ন ভেঙে যেতে বেশি সময় লাগে না রনির। সি *গা *রে *ট অর্ধেক পোড়ার আগেই দেখে মা বাবার সঙ্গে মিলি ফিরে যাচ্ছে। মানে নিচে নেমেই চলে গেল? রনি একটু পরে নামবে ভেবেছিল। ওর সঙ্গেই নিচে যেতে লজ্জা করছিল, বিশেষ করে ওর বাবা মা রয়েছে। ও অবাক হয়ে সেদিকে তাকিয়ে, তার মধ্যেই কানে টান পড়ল। চমকে উঠে উফ বলেই দেখে বনি। - "দাদা কি করিস না, ছাড়।" রনি পিছিয়ে আসে। - "মেয়েটাকে রেখে গেলাম, মাপ চেয়ে পটানোর জন্য। আমার সামনে তো কথাও শুরু করলে। তারপর কি হল যে ওরকম মুখচোখ করে নিচে গেল? পড়া আছে, আরেকদিন আসবে বলে চলেই গেল?" পিউ