ঝরাপাতাপর্ব - ৪৫- "তাই বলে তুমি ওকে ডাকবে না?" লিলি রনির কাণ্ডে অবাক। - "এখন ডাকলাম না। ওর সঙ্গে ঠিক কথা বলব। তবে লাভ হবে কিনা জানি না। এটাই আমার আসল শাস্তি। মানুষ তার সব অন্যায়ের শাস্তি পায় লিলি। একদিন এই মেয়েটাকে এর থেকেও খারাপ অবস্থায় ফেলে চলে গেছিলাম, কোনো কারণ ছাড়াই অবিশ্বাস করেছিলাম। ছোট একটা মেয়ে, সবার সম্মান বাঁচাতে নিজের গোটা জীবন বিসর্জন দিয়েেছিল। তুমিই বলেছ, আমাকে ভালো ছেলে ভাবত ও। হয়ত ভেবেছিল, আমি পাশে থাকব। কিন্তু কোনোদিন আমাকে পাশে পায়নি। আজ আমি ডাকলেই শুনবে কেন বলো?"লিলির আচমকা খুব ভয় করে, "আমার জন্যই সব গণ্ডগোল হয়েছিল সেদিন। আমিও তারই শাস্তি