ঝরাপাতা - 46

ঝরাপাতাপর্ব - ৪৬খুঁজে খুঁজে বড়বাজারের গলির গলি তস্য গলির ভিতরে যুগলদের এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানির গদিতে হাজির হয় রনি। ও ভেবে দেখেছে, আদতে যুগলের বাবার সঙ্গে কথা বলার দরকার। তিনি এসময় গদিতে। আর বাড়ি ভর্তি লোকজন হবে ওদের বড় ফ্যামিলিতে। ফলে তারা সবাই আলোচনায় যোগ দিলে, ওর কথাগুলো গুছিয়ে বলতে পারবে না। একটা বহু পুরনো পাঁচরঙা বাড়িতে ঢুকে ঘুপচি আধো অন্ধকার সিঁড়ি দিয়ে উঠে তিনতলায় অফিস। ফরাস এবং চেয়ার, বসার দুরকম ব্যবস্থাই আছে। ওদের অফিসের অংশটার সম্ভবত জানালা ইত্যাদি নেই, বড়বাজারের বহু অফিসের মতো। তাই এসি চলছে। ঢুকেই রনি যুগলের বাবা মরুৎ সিং এর খোঁজ করে। একটি ওর বয়সী ছেলে সামনে বসা ছিল,