সত্যিই সময় নেই?

আমরা খুব ব্যাস্ত!! এই ব্যাস্ততার মধ্যেও পরিবারের জন্য সময় দেই, চাকরি-ব্যাবসার জন্য সবচেয়ে বেশী সময় দেই, সামাজিকতা রক্ষা করার সময় আছে, নিজের আমোদ প্রমোদ-ভ্রমনের জন্যও মাঝে মাঝে সময় বের করে নেই, ছেলেমেয়েদের পড়াশোনা ও আবদার মেটানোর সময় আছে, নিজের অসুস্থতার সময় ডাক্তারের চেম্বারে গিয়ে কয়েক ঘন্টা বসে অপেক্ষা করার সময় আছে, ট্রাফিক জ্যামে ঘন্টা খানেক আটকে থাকার সময় আছে, বিয়ে বাড়িতে গিয়ে খাওয়ার টেবিল ফাঁকা না পেলে ঘন্টাখানেক অপেক্ষা করার সময় আছে।সময় পাইনা শুধুমাত্র ঠাকুরের কাজের জন্য, একটুও সময় পাইনা আচার্য্য নির্দেশ পালনের জন্য। সকাল বিকাল প্রার্থনার সময় নেই, অনেকের তো আবার ইষ্টভৃতি করার পর্যন্ত সময় নেই, মন্দিরের সামনের রাস্তা