অলৌকিক ক্ষমতা প্রদর্শন গুরুর কাজ নয়

জন্মগত সংস্কার হোক,অজ্ঞতাই হোক,- অথবা পরিবার ও সমাজের শিক্ষাই হোক,- ঈশ্বর, গুরু বা আচার্য্যের সাথে অলৌকিকতার একটা ওতপ্রোত সম্পর্ক আমাদের বিশ্বাসের জগতে বিদ্যমান। গুরু বা আচার্য্যদেব অবশ্যই অলৌকিক ক্ষমতার অধিকারী হবেন,- এই একটা ধারনা আমাদের মনে গভীরভাবে বসে আছে। শ্রীশ্রীঠাকুর, শ্রীশ্রীআচার্য্যদেব বা শ্রীশ্রীঅবিনদাদার  লৌকিক গুনাবলী, মানবিক বৈশিষ্ট্য,  চারিত্রিক সৌন্দর্য, আদর্শে আপ্রানতা, নিষ্ঠা, প্রেম, সেবাপ্রানতা,ব্যাক্তিত্ব   ইত্যাদির উদাহরন ও আলোচনা আমাদের কাছে যতটা আকর্ষনীয় ও চর্চার বিষয়,- তার চেয়ে বহুগুন বেশী আকর্ষনীয়  যেন তাঁদের কোন অলৌকিক ঘটনা। কোন একটা অলৌকিক ঘটনা লিখে ফেইসবুকে পোস্ট করুন, বা ভিডিও বানিয়ে ইউটিউবে ছেড়ে দিন,- তবেই হল। হাজারে হাজারে মানুষ সেই লেখা বা ভিডিও শেয়ার করবে,