যার-তার হাতে অন্নজল গ্রহন শাস্ত্র বিরোধী কেন?

ভগবান শংকরাচার্য তাঁর গুরুর সাথে সাধন উদ্দেশ্যে হিমালয়ে যাচ্ছেন। যাত্রাপথে সন্ধ্যা নেমে আসায় হিমালয়ের পাদদেশে এক গৃহস্থের বাড়ীতে তারা আশ্রয় নিলেন। এই বাড়ীর কর্তার যুবতী কন্যা রান্না করে রাত্রিবেলা খাবার পরিবেশন করলেন। গুরুদেব রাতে আহার করেন না,-তাই শুধু শংকরাচার্য খেলেন। খেয়েদেয়ে গুরুশিষ্য ঘুমিয়ে পড়লেন।গভীর রাতে শংকরাচার্যের মনে প্রচন্ড কামভাবের সৃষ্টি হয়৷ তিনি ছটফট করছেন। কিন্তু সেই সাথে তার মনে এক গভীর অপরাধ বোধ কাজ করতে থাকে। তিনি ভাবছেন,-" আমি গুরুদেবের সাথে থেকে এত কঠোর সাধনা করছি৷ আমার মনে কেন এই ভাবের সৃষ্টি হল? আমার মনের উপর আমার নিয়ন্ত্রন হারিয়ে যাচ্ছে কেন?" তিনি থাকতে না পেরে গুরুদেবকে ঘুম থেকে ডেকে তুললেন। গুরুদেবের পায়ে