" আমি নাস্তিক, - ঈশ্বর টিশ্বর মানিনা। " এই বাক্যটা বলে আজকাল অনেক আধুনিক উচ্চ শিক্ষিত মানুষজন নিজেদের বুদ্ধিমত্তা ও বিজ্ঞানমনস্কতার পরিচয় জাহির করতে চায়। অনেকে অবশ্য " নাস্তিক " শব্দটা উচ্চারনের চেয়ে " এথিস্ট" উচ্চারন করা পছন্দ করে। তাতে আরো স্মার্ট শুনায়। বেশ কুল কুল ভাব!! আমি বাস্তববাদী, আমি কুল বিজ্ঞানমনস্ক, - এই ধারনাটা সকলের কাছে তুলে ধরাই উদ্দেশ্য। না না,- ঈশ্বর মানার কোন প্রয়োজন নেই। ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করার একদমই প্রয়োজন নেই। ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করেও অনেক ভাল জীবন কাটানো যায়। বাঘ, ভাল্লুক, কুকুর, বেড়াল,,শেয়াল, গাছপালা এইসব জীবগুলো কি কখনো ঈশ্বরের পূজা করে, তারা কি ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করেছে? তাই