ফ্ল্যাশব্যাক,স্রোতস্বিনী কুশলপুর গ্রামের প্রধান রাজনীতিবীদ দামোদর বসাক আর ওনার স্ত্রী কৌশিকী বসাকের একমাত্র আদরের মেয়ে। স্রোতস্বিনী বাবার নয়নের মনি একমাত্র মেয়ে বলে কথা, মায়ের সাথে সারাদিন লেপটে থাকলেও রাতের বেলা বাবার বুকে শুয়ে গল্প না শুনলে মেয়ের আবার ঘুম আসে না। মাত্র চার বছর বয়স স্রোতস্বিনীর এখন, কিন্তু তার মা ঠিক করেছে যে তাকে নার্সারি স্কুলে ভর্তি করাবে, মানে ওই এল কেজিতে আরকি । সারাদিন মা-বাবাকে ছেড়ে থাকতে হবে ভেবে সতস্বিনী এক নাগাড়ে কেঁদে চলেছে।রাতের বেলা বাড়ি ফিরে দামোদর বাবু মেয়েকে কাঁদতে দেখে প্রথমেই নিজের বাইরের পোশাক ছেড়ে হাত-পা ধুয়ে এসে নিজের মেয়েকে কোলে তুলে নিলেন যে এতক্ষন বিছানায় উল্টে শুয়ে একনাগাড়ে