গুপ্তধনের সন্ধানবসন্তপুর গ্রামের পাশে আছে এক পুরোনো, অদ্ভুত পাহাড় — কাচারি ডাঙা। লোকমুখে শোনা যায়, সেই পাহাড়ের গভীরে লুকিয়ে আছে “নন্দনারায়ণের গুপ্তধন”, যা নাকি বহু বছর আগে এক জমিদার বন্যা আর দস্যুদের ভয়ে মাটির নীচে লুকিয়ে দিয়েছিল।১. রহস্যময় মানচিত্রএকদিন গ্রামের ছেলে ঈশান তার দাদুর পুরোনো ঘর পরিষ্কার করতে গিয়ে পায় একটা হলদে রঙের চামড়ার টুকরো। তাতে অদ্ভুত দাগ কাটা আর পুরোনো বাংলা হরফে লেখা—“যে খুঁজিবে, সে পাবেই… তবে পাহাড়ের ছায়াকে জয় করতে হবে।”ঈশান বুঝল—এটা নিশ্চয়ই গুপ্তধনের মানচিত্র!২. অভিযান শুরুঈশান তার দুই বন্ধু সুচন্দা আর প্রিয়মকে নিয়ে রওনা দিল কাচারি ডাঙার দিকে। পাহাড়ের ঢালে পৌঁছে তারা মানচিত্রের দাগ মেলাল। একটা