জীবনের পথ একটাই

" কি দরকার শুধু শুধু দীক্ষার নামে নিজের ব্যাক্তিত্বকে আরেকজনের পায়ে সমর্পণ করার? নিজে সৎভাবে চললেই তো হয়, একটা নীতিআদর্শকে মেনে চললেই তো হয় সারাজীবন। অনেক মানুষই তো আছে,- যারা খুব সৎ, পরোপকারী, অত্যন্ত ভাল মানুষ,- কিন্তু কোন ঠাকুরের দীক্ষাটিক্ষা নেয়নি!! সৎভাবে চলতে হলে দীক্ষার আদৌ কি কোন প্রয়োজন আছে?"অনেক বন্ধুবান্ধব ও সহকর্মীদের সাথে আলাপচারিতায় এই প্রশ্নের সম্মুখীন হই। অনেকে আবার প্রশ্ন করেন,-" দীক্ষা নিলেই জীবনে উন্নতি হবে,- নতুবা হবেনা,- এইসব কথার কোন মানে নেই। পৃথিবীতে বহু মানুষ আছেন যারা অর্থে-বিত্তে-ক্ষমতায়- প্রতিষ্ঠায়-পান্ডিত্যে তোমার আমার চেয়ে অনেক বেশী উন্নত,- কিন্তু কোন গুরুর দীক্ষাটিক্ষা নেয়নি। তারা যদি পারে,- তাহলে আমিও দীক্ষা না নিয়ে