একজন ভদ্রলোক - ঠিকাদারি করেন। যখন যে পার্টি ক্ষমতায় থাকুক,- সেই পার্টির নেতাদের সাথে সুসম্পর্ক সৃষ্টি করে কাজ বাগিয়ে বিশাল অর্থের মালিক, অট্টালিকা সম বাড়ি, কয়েকটা গাড়ী। কালী পূজা, দুর্গা পূজায় ক্লাবে সবচেয়ে বেশী চাঁদা দেন। ইলেকশন আসলে পার্টি ফান্ডে লক্ষ লক্ষ টাকা দেন। কথায় কথায় তিনি বলছিলেন,- " জানেন ডাক্তারবাবু,- আমার পাড়াতেই একজন পুরানো মাস্টারমশাই আছেন। পাড়াতে যেকোনো সভাসমিতি হোক, সালিশি হোক সবাই উনাকেই ডেকে এনে সভাপতি বানায়। এলাকার সবাই উনাকে খুব সম্মানের চোখে দেখে, উনার যেকোনো আপদে বিপদে সবাই ঝাঁপিয়ে পড়ে। উনার প্রতি কি কারনে যেন একটা সমীহ সবার মনে, সবাই যেন মন থেকে উনাকে ভালবাসে। অথচ আমার অর্থ,