ঝরাপাতা - 48

  • 339
  • 114

ঝরাপাতাপর্ব - ৪৮বাড়ি চলে আসে রনি। ওর পক্ষে আর কিছু করা সম্ভব নয়। বাকিটা তখনই ঠিক হবে, যখন যুগল আর লিলির ভালোবাসাটা খাঁটি হবে। নিজের জীবনের কাছে রনি এই শিক্ষাই পেয়েছে, দাদাবৌদির ক্ষেত্রেও দেখেছে, সাময়িক সমস্যা আসতে পারে, আসবেও। তাতেই হয়ত সম্পর্কের এ্যাসিড টেস্ট হয়ে যায়। যুগল আর লিলিরও এখন সেই পর্যায় চলছে। একবার ওরা পাশ করেছে, নিজেরা যেভাবে প্ল্যান করেছিল ঠিক তার সময় যখন ঠিক তার বিপরীতে বইছিল, তখন। ওরা তখন কোনো দিকে তাকায়নি, শুধু নিজেদের সম্পর্ক বাঁচিয়ে রাখতে সকলের বিরুদ্ধে গেছে। আজ একসঙ্গে থাকবে কিনা, সেটা এবার ওদেরই ঠিক করতে হবে। ওদের মাঝখানে যে বেনোজল ঢুকে পড়েছিল, রনি শুধু