ভুল পথে পেলাম তোমাকে - Part 4

  • 159

Part 4: “মায়ার রাতের প্রথম মুখোমুখি”রাতটা ছিল অদ্ভুত শান্ত।যেন আকাশও থেমে গেছে,শুধু বাতাসের মধ্যে এক অদ্ভুত উত্তাপ—যে উত্তাপ ভয় ও আকর্ষণের মাঝামাঝি কোথাও।ইরা বিছানায় শুয়ে ভাবছিল শুধু একটাই নাম—মায়া।তার কথা…তার ছোঁয়া…তার ভয়…আর সেই কানের কাছে ফিসফিস—“রাত নামলে আমার ওপর বিশ্বাস ভেঙে যায়।”ইরার মাথা যেন ছটফট করছিল।এটা কোনো সাধারণ রহস্য নয়।এটা এমন কিছু যামায়াকে ভেঙে দিচ্ছে—কিন্তু সে কাউকে জানাতেও ভয় পাচ্ছে।ঠিক তখনই ফোনের ভেতর ছোট্ট একটা শব্দ হলো—টিং।মায়া: "বাইরে এসো। একদম এখনই।"ইরার বুক ধাক্কা খেল।রাত সাড়ে দশটা। মায়া কি ঠিক আছে?জানালার পাশে গিয়ে নিচে তাকাতেইসে দেখল—রাস্তায় একা দাঁড়িয়ে আছে মায়া।চুল সম্পূর্ণ ভেজা।কোনো ছাতা নেই।রাস্তার লাইটে তার ছায়া লম্বা হয়ে গেছে।কিন্তু…আজ মায়াকে