ভুল পথে পেলাম তোমাকে - Part 5

  • 153

“অন্ধকারের অধিকার”রাতের বাগানে যে ছায়াটা নড়েছিল—সেই মুহূর্ত থেকেই সবকিছু বদলে গেল।ইরা নিঃশ্বাস আটকে তাকিয়ে আছে,আর মায়া—যে এখন তার রাতের রূপে দাঁড়িয়ে—শিকারী চোখে অন্ধকারের দিকে তাকিয়েছে।এটা স্রেফ ভয় নয়।এটা অধিকার।এটা রাগ।এটা সুরক্ষা।আর অজানা এক নিষিদ্ধ আকর্ষণ।ইরা বুঝে গেল…রাতের মায়া ভয়ঙ্কর, কিন্তু সে হিংস্র রাগে ইরাকে রক্ষা করে।---১. ছায়াটির প্রকাশবাগানের ঝোপের ভেতর থেকে কেউ বেরিয়ে এলো।একজন ছেলে।বয়স ২২–২৩ এর মতো।চেহারা শান্ত, কিন্তু চোখে অদ্ভুত চাহনি।হাতে একটা কালো ব্যাগ।ইরা তাকে চিনতে পারল না।কিন্তু মায়া— চিনল।মায়ার ঠোঁট থেকে হালকা গর্জন বেরোল—— “তুই আবার এদিকে?”ছেলেটা শান্ত কণ্ঠে বলল—— “মায়া, আমাকে তোমার সঙ্গে কথা বলতে হবে।”ইরা লক্ষ্য করল,রাতের-মায়ার চোখ আরও জ্বলে উঠল।— “তুই আর আমার কাছে