ভুল পথে পেলাম তোমাকে - Part 7

  • 198
  • 57

“ছায়ার নাম, রাতের রক্ত”রাত গভীর।কিন্তু সেই অন্ধকারে আজ নতুন কিছু আছে—একটা অস্বস্তিকর ভারী নীরবতা,যেন পুরো পৃথিবী নিঃশ্বাস আটকে অপেক্ষা করছে।ইরা আর মায়া দু’জনে বসে আছে টেবিলের আলোয়।দুজনে কোনো কথা বলছে না—তারা দু’জনেই জানে,বাইরে যেই ছায়া দাঁড়িয়েছিল,সে আবার ফিরে আসবে।মায়া মোমবাতি জ্বালাল।হাওয়ায় আলোটা দুলল—আর তার মুখের ছায়াগুলো আরো তীক্ষ্ণ, আরো ভয়ঙ্কর হয়ে উঠল।ইরা তাকিয়ে রইল।— “তুমি জানো ও কে?”মায়া গভীর নিঃশ্বাস নিল।— “না… কিন্তু আমি ওর গন্ধ চিনি।”ইরা কেঁপে উঠল।— “গন্ধ?”মায়া মাথা নেড়ে বলল—— “হ্যাঁ।একটা বিশেষ গন্ধ থাকে…যে মানুষ আমাকে শিকার করেছিল…তার মতোই।”ইরার শরীর ঠান্ডা হয়ে গেল।— “মানে… এই ছায়া-মানুষটা তোমার অতীতের সেই লোক?”মায়া মাথা নেড়ে না বলল।কিন্তু তার চোখে অজানা