মিষ্টি নামের তিক্ত রোগ

  • 111

মিষ্টি নামের তিক্ত রোগডায়াবেটিস থেকে মুক্তির উপায় -এটি শুধুমাত্র একটি বই নয়, এটি হচ্ছে ডায়াবেটিসকে নতুনভাবে বুঝে নেওয়ার একটি জীবনদর্শন। ইতোমধ্যেই এই বইয়ের কয়েকটি অধ্যায় মাত্রুভারতি প্ল্যাটফর্মে ধারাবাহিক আকারে প্রকাশিত হয়েছে। বর্তমানে "মিষ্টি নামের তিক্ত রোগ" বইটি নোশন প্রেস থেকে প্রকাশিত করা হয়েছে।ডায়াবেটিস—শব্দটা শুনলেই অনেকের মনে প্রথম যে অনুভূতিটা আসে, তা হলো ভয়। আজীবন ওষুধ, নিয়মিত রক্তপরীক্ষা, খাবার নিয়ে দুশ্চিন্তা, আর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা। কিন্তু আমরা খুব কমই ভাবি—এই রোগটা আসলে কীভাবে আমাদের জীবনের অংশ হয়ে উঠল, আর এর সঙ্গে বাঁচার মানে কী শুধুই ওষুধের উপর নির্ভরশীল হয়ে থাকা?এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার একটি সৎ ও বাস্তব প্রয়াস হলো বইটি— “মিষ্টি