সুখে থাকার একটাই পথ

একজন গুরুভাইয়ের সাথে পরিচয় হল। উনিশ বছর পূর্বে দীক্ষা নিয়েছেন,- নিয়মিত ইষ্টভৃতি করেন। কিন্তু একবারও দেওঘর ঠাকুরবাড়ি যাননি।জিজ্ঞেস করলাম,-" এতদিন হল ঠাকুর ধরে চলছেন,- একবারও ঠাকুরবাড়ি যাওয়ার ইচ্ছা হয়নি?" -" দাদা,- কি বলব!! আমি এমন একটা অফিসিয়াল পদে আছি,- একদিন অফিসে না গেলে ভীষণ অসুবিধা হয়ে যায়। এমন কতগুলো দায়ীত্ব আমার উপর রয়েছে,- আমার ছুটি নেওয়া খুব কঠিন। তাছাড়া, - মেয়েটা দুই বছর পর মাধ্যমিক দেবে,- তার পড়াশোনা, স্যারের বাড়ি নিয়ে যাওয়া সাবকিছু আমাকেই সামলাতেই হয়। ঠাকুর বাড়ি যাবার ইচ্ছা তো হয়,- কিন্তু সময় পাইনা। " দাদাটি উত্তরে জানালেন।আমি বললাম,-" দাদা, নিজেকে এতটা ব্যাস্ত করবেন না যে,- গুরুর কাজ করতে