ভুল পথে পেলাম তোমাকে - Part 16

  • 51

ভুল পথে পেলাম তোমাকে – “পূর্ণ ছায়ার প্রত্যাবর্তন — ভালোবাসার মূল্য”ভালোবাসার একটা মূল্য থাকে।কিন্তু কিছু ভালোবাসা আছে—যার মূল্য শুধু কষ্ট নয়,নিজেকে হারানোর ভয়।রাত নামছে আবার।এই রাত আগের রাতগুলোর মতো নয়।এই রাত জানে—রক্ত ঝরবে।ইরা জানালার পাশে দাঁড়িয়ে।বাইরে আকাশ অস্বাভাবিক কালো—তারারাও যেন লুকিয়ে পড়েছে।মায়া পিছনে দাঁড়িয়ে আছে।তার নিঃশ্বাস ভারী।ছায়া আজ তার শরীরের ভেতরে অস্থির।— “তুই কি টের পাচ্ছিস?”মায়া ফিসফিস করে বলল।ইরা মাথা নাড়ল।— “হ্যাঁ।আজ অন্ধকার আসছে শুধু নিতে না…ভেঙে দিতে।”মায়া ইরার কাঁধে হাত রাখল।— “আজ থেকে আর কোনো নিয়ম কাজ করবে না।”ইরা ধীরে ঘুরে দাঁড়াল।— “কারণ পূর্ণ ছায়া আসছে, তাই না?”মায়া চোখ বন্ধ করল।— “হ্যাঁ।আর ও এলে…আমাকে বেছে নিতে হবে।”ইরা কেঁপে উঠল।— “কী