ঝরাপাতা - 60

  • 39

ঝরাপাতা পর্ব - ৬০অক্ষম আক্রোশে রনি বিছানায় একটা ঘুষি মারে, "কত সুখী ছিলাম সেদিন আমরা। ইকো পার্কে ঘুরলাম, কত গল্প করলাম। আর সব ভুলে গেলে তুমি ! একবার মনে পড়ল না এই দিনগুলো !"ঢকঢক করে এক বোতল জল খেয়ে নেয় রনি, "তুমি খুব ভালো করে জানো, আমি কোনো খারাপ কথা বলিনি, অযৌক্তিক কথা বলিনি। আমি যা চেয়েছিলাম, তাতে সবার ভালো হত। আর সেটাই আমার দোষ হয়ে গেল। সবাইকে ভালো রাখাই অন্যায়?"ঘর জুড়ে পায়চারি করতে করতে রনি ভাবে, "এ জীবনে আর আমি তোমার সঙ্গে সংসার করার স্বপ্ন দেখি না। একবার আমার অন্যায় ছিল। কিন্তু এবার? এবার অন্ততঃ আমার কোনো দোষ নেই। একদিন