মার্কস বাই সিন - 7

মার্কস বাই সিন–৭ছেলেটির অবশ্য ওর সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে এইভাবে তাকিয়ে থাকার পিছনে সাধারণত দুটো কারণ আছে।এক— এমন সুঠাম, ফর্সা মানব শরীর এর আগে কখনও দেখেছে বলে তার মনে পড়ে না। চোখ অজান্তেই আটকে যায় সেই সৌন্দর্যে। যত দেখে, ততই মনে হয়— কম।আর দুই— সেই ফর্সা পিঠ জুড়ে ছড়িয়ে থাকা একটা  ট্যাটু। ভীষণ‌ই অদ্ভুত সেটা। পিঠ জোড়া আঁকা একটা হিংস্র সিংহের মুখ। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হলো— সেই সিংহের চোখ থেকে গড়িয়ে পড়ছে রক্ত। এমন অদ্ভুত ট্যাটু ছেলেটি তার তেইশ বছরের জীবনে কখনও দেখেনি। ভয়ংকর, অথচ অদ্ভুতভাবে আকর্ষণীয়। সে কিছুটা অন্যমনস্ক ভাবে ভ্রু কুঁচকে ট্যাটুটার দিকেই তাকিয়ে থাকে। ভাবে—