মার্কস বাই সিন - 8

মার্কস বাই সিন-৮"ইয়েস স্যার। ওকে স্যার। নিশ্চয় স্যার... নিশ্চয়... বাকিটা সামলে নিচ্ছি। থ্যাঙ্কু স্যার।"টেলিফোনটা যথাস্থানে রেখে চেয়ারে হেলান দিয়ে বসে আহান। সকাল থেকে একটার পর একটা ফোন এসে চলেছে। এবার হাঁফিয়ে উঠেছে সে। এখন মনে হচ্ছে উপর মহলের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার থেকে এবং মিডিয়াদের অবান্তর প্রশ্নের উত্তর দেওয়ার থেকে— ক্রিমিনাল হ্যান্ডেল করা অনেক সহজ। এই দুই সপ্তাহে ধরে পরপর একটার পর একটা রেইডগুলো সফল হ‌ওয়ার কারণে আহানের মনটা আজ সত্যিই বেশ ফুরফুরে ছিল। তবে মিডিয়া যেভাবে ঝাঁপিয়ে পড়েছে ওর ওপর, একটার পর একটা ফোন, প্রশ্ন, ইন্টারভিউ—সব মিলিয়ে মাথার ভেতর যেন গরম আগুন হয়ে গেছে তার। তার ওপরে উপর মহলে কিছু