ঝরাপাতা - 66

  • 231
  • 69

ঝরাপাতাপর্ব - ৬৬মিলিকে দেখেই মণিকার মুখে হাসির আভা ছড়িয়ে পড়ে। নল টল খুলে দেওয়া হয়েছে। এখন একজন এ্যাটেন্ডেন্ট পাশে বসে ওনাকে ব্রেকফাস্ট করাচ্ছিল, লিকার চা, ডাইজেসটিভ বিস্কুট, ডিমসেদ্ধ আর পাকা কলা। মণিকা হাত বাড়িয়ে দিল, "এসেছিস? আয় মা, আমার কাছে আয়।"মিলি এগিয়ে আসতেই ওর হাত চেপে ধরে, "তুই আর আমাদের ছেড়ে যাবি না। আমার কাছে থাকবি। ঐ ছেলেকে আমি," এ্যাটেন্ডেন্ট মেয়েটি তাকিয়ে আছে খেয়াল হয় মিলির চোখের দৃষ্টি অনুসরণ করে। তাকে মণিকা বলে, "আমার খাওয়া প্রায় হয়েই গেছে, বাকিটুকু খেয়ে নিচ্ছি। তুমি যাও এখন। আমি ওর সঙ্গে কয়েকটা কথা বলব।"মেয়েটি উঠে পড়ে, "আমি দশ মিনিট ঘুরে আসছি। তবে আপনি বেশি কথা