মার্কস বাই সিন - 9

মার্কস বাই সিন–৯আমাদের গল্পের হিরো আহানের জীবনে তিনটে ভালোবাসা—একটা তার কাজ, ফ্যামিলি এবং তার শখের রয়্যাল এনফিল্ড। বাকিদের মতো হীরে-সোনা বা প্রেমে তার টান নেই। এই তিনটি জিনিসই ওর স্পিড, ওর থ্রিল, এবং ওর একমাত্র শান্তির জায়গা শান্তি।পুলিশ স্টেশনের বাইরে বাইকে টুং টুং করে চাবি ঘোরাতেই ইঞ্জিন গর্জে ওঠে। সোজা গিয়ারে তুলে গতি বাড়ায় আহান। হেলমেটের ভিতরে ঠোঁটের কোণে এক ফালি তির্যক হাসি খেলে যায় ওর। ধীরে ধীরে বাইকের গতি বাড়ে, আর সঙ্গে সঙ্গেই ঠোঁটে উঠে আসে এক পুরোনো গান— হালকা গলায় গুনগুন করতে করতে ব্যস্ত শহরের ব্যস্ত ভিড়ে মিশে যায় সে।যতক্ষণ আহান গাড়ি চালাক, ততক্ষণে আহান সেনগুপ্তর একটা ছোটো