রোজ স্কুলে থেকে ফেরার পথে, তুমি যখন আমার পিছু পিছু আসতে, আমি বুঝতে পারতাম , তুমি আমাকে পছন্দ কর। কেনো বুঝবো না বলতো আমি কি আর ছোট্টটি আছি ?? হুমম......... বনলতাও তো বুঝতে পারে সব , তোমার সাথে যে তার ভারী ভাব । সেদিন আমাকে এসে বললো জানিস চারুসখি বৃন্দাবন দাদা তোকে খুব ভালোবাসে । আমি বললাম তা তুই কেমনে বুঝলি শুনি?? সেকথা শুনে সে বললো - ওমা তা আমি জানমুনে, আমাকে সব বলে যে বৃন্দাবন দাদা। ওইযে সেবার তোর জন্য যে পিঁয়ারা মাখা আনলুম, তুই বেশ চেটেপুটে খেলি সেতো বৃন্দাবন দাদা তোর জন্য নিজে হাতে করে পাঠিয়েছিলরে পাগলী।
আছি আমি পাশে - পর্ব 1
#আছি_আমি_পাশে#পর্ব-১#সারিকা_মণ্ডল_(প্রিয়া)রোজ স্কুলে থেকে ফেরার পথে, তুমি যখন আমারপিছু পিছু আসতে, আমি বুঝতে পারতাম ,তুমি আমাকে পছন্দ কর।কেনো বুঝবো না আমি কি আর ছোট্টটি আছি ?? হুমম.........বনলতাও তো বুঝতে পারে সব ,তোমার সাথে যে তার ভারী ভাব ।সেদিন আমাকে এসে বললো জানিস চারুসখি বৃন্দাবন দাদা তোকে খুব ভালোবাসে ।আমি বললাম তা তুই কেমনে বুঝলি শুনি??সেকথা শুনে সে বললো - ওমা তা আমি জানমুনে,আমাকে সব বলে যে বৃন্দাবন দাদা। ওইযে সেবার তোর জন্য যে পিঁয়ারা মাখা আনলুম, তুই বেশ চেটেপুটে খেলি সেতো বৃন্দাব ...আরও পড়ুন
আছি আমি পাশে - পর্ব 2
#আছি_আমি_পাশে#পর্ব-2শীতের কনকনে ঠাণ্ডা হাওয়ায় কেঁপে কেঁপে নিজের স্মৃতি চারণে মগ্ন হয়ে আকাশের দিকে তাকিয়ে বিভোর ছিলাম । ইস্ সেই ভেজা রাস্তা দিয়ে হাঁটার সময় মাটির সেদো গন্ধটা এখনো কি পাওয়া যায়? আগের মত ঝড়ে কি আম পরলে বাচ্চারা কুড়োতে আসে ছুটে?? বাড়ির সামনে দিয়ে দীঘির পাড়ে যাওয়া মাটির রাস্তাটা কি এখনো আছে ?? এখনো কি বাড়ির পিছনে পিয়ারা গাছটায় পিয়ারা খাওয়ার জন্য বনলতা আসে?? বৃষ্টি হলে বাচ্চাদের লাফাই কি এখনো মাঠে ?? একটু মনে খারাপ হলে আমার কথা তার মনে পড়ে?? আমি যে তার খেলার সাথী , একসাথে সবকিছু ভাগ করে নেওয়ার সাথী ছিলাম মনে পড়ে কি তার আমার ...আরও পড়ুন