অজানা স্বপ্নের জগত

(0)
  • 9
  • 0
  • 0

কিন্তু এটা আমার ঘর না আমি মনে মনে ভাবলাম আমি কোথায় আছি এই ভেবে আমি বিছানা থেকে উঠে ঘরের বাইরে গেলাম করিডোরে পৌঁছতেই হঠাৎ আমার মনে হলো আমার পেছনে কেউ একজন আছে তাই আমি তাকে মারার জন্য আমার পাশে থাকা টেবিলের ওপর রাখা একটা ফুলের টপ আমার হাতে নিলাম আর পেছন ফিরতেই আমি তাকে আক্রম করলাম কিন্তু সে আমার দুহাত চেপে ধরলো আর আমার হাত থেকে টপ পরেগেলো আর আমি আরও ভয় পেয়ে গেলাম আর নিজের চোখ বন্ধ করলাম

Full Novel

1

অজানা স্বপ্নের জগত - 1

এখন সকাল ৭:০০টা বাজে. আমি গুম থেকে উঠে চোখ খুলতেই আমি আমার চারপাশ দেখে অবাক। আমি দেখলাম আমি একটা সুন্দর ঘরে রয়েছিকিন্তু এটা আমার ঘর না আমি মনে মনে ভাবলাম আমি কোথায় আছি এই ভেবে আমি বিছানা থেকে উঠে ঘরের বাইরে গেলাম করিডোরে পৌঁছতেই হঠাৎ আমার মনে হলো আমার পেছনে কেউ একজন আছে তাই আমি তাকে মারার জন্য আমার পাশে থাকা টেবিলের ওপর রাখা একটা ফুলের টপ আমার হাতে নিলাম আর পেছন ফিরতেই আমি তাকে আক্রম করলাম কিন্তু সে আমার দুহাত চেপে ধরলো আর আমার হাত থেকে টপ পরেগেলো আর আমি আরও ভয় পেয়ে গেলাম আর নিজের চোখ বন্ধ ...আরও পড়ুন