Kolomer Karigor

Kolomer Karigor

@bishnupadpaul945114

(1)

1

60

204

আপনার সম্পর্কে

আমি একজন সাধারণ মানুষ, যার হৃদয়ে গল্প জমে থাকে… ভালোবাসার নীরব অনুভূতি, ভয়জাগানো অন্ধকার, জীবনের ছোট ছোট মুহূর্ত—এই সব নিয়েই আমার গল্প। আমি লিখি প্রেম, রহস্য, হাসি আর কাব্যের ভাষায় মন ছুঁয়ে যাওয়ার মতো কিছু কথা। প্রতিদিন ৩টি করে গল্প দিই, আবার প্রতি সপ্তাহে ১–২ দিন ৫টি করে লেখা শেয়ার করি। বিশ্বাস করি—লেখা শুধু শব্দ নয়, সেটা কারও হাসি, কারও কান্না, কারও হৃদয়ের ভাষা। আমার লেখা যদি কারও মনে একটুও নাড়া দেয়, তাহলে সেটাই আমার সবচেয়ে বড় সফলতা।

    কোনো উপন্যাস উপলব্ধ নয়

    কোনো উপন্যাস উপলব্ধ নয়