Catagory-(Romantic🙈+Thriller😈☠️+Psycho 🔪+Toxic🥵+Crime🦹♀️+Foreign plot🥀+Sad ending😭💔)
Episode-5
বেলার প্রশ্নে রিক ঠোঁট কামড়ে ধরে এবং বলে ,"তোমাকে তো আর আমি বসে বসে খাওয়াতে পারব না।দেখো মেয়ে যদিও তুমি অনেকক্ষণ আগে থেকেই আমাকে দেখছিলে" বলেই বাঁকা হাসি দেয় 😏😉
"মা..আ.নে.এএ"😐😐
"মানে যে ভাবে আমাকে দেখছিলে মনে হচ্ছে যেন গিলে খাবে" বলেই লাজুক হাসার অভিনয় করে🙊🙊। হালকা কাশি দিয়ে বলে ,"সে যাই হোক আগে বলতো তুমি কে আর কোথা থেকে এসেছ আর হে একদম সত্যি কথা বলবে মিথ্যে বললেও কোনো অসুবিধা নেই কারণ তোমার পা থেকে মাথা পর্যন্ত সবকিছু জানা আমার জন্য দু সেকেন্ডের ব্যাপার মাত্র " বলেই চোখ টিপ দেয়😉আকস্মিক চোখ মারাতে বেলা ভরকে যায়
"আমার নাম বেলা মানে এলিজাবেথ বেলা। আমি বাবা মায়ের একমাত্র মেয়ে। আমি সিয়ামেন প্রদেশে থাকি এবং সেখান থেকেই higher secondary কমপ্লিট করেছি। কিন্তু ডেড আমাকে আর পড়তে দিতে চান না। তিনি এখনো সেই পুরনো ঐতিহ্য ও সংস্কৃতি ভোলেননি তিনি চান আমি যেন বিয়ে করে ফেলি তাই এক লোকের সঙ্গে আমার বিয়ে ঠিক করে। কিন্তু যেদিন আমি লোকটার সাথে দেখা করতে গিয়েছিলাম সেদিন সে আমার সাথে অসভ্যতামি করেছিল আমি ডেডকে বলেছিলাম কিন্তু সে আমার কোনো কথাই শোনেননি উল্টো আমাকে মেরেছেন।তাই বিয়ের রাতেই আমি পালিয়ে আসি ওই খারাপ লোকটাও তার দলবল নিয়ে আমাকে খুঁজতে বের হয় আমি একটা বাসে উঠে পড়ি আর তারপর এই শহরে চলে আসি। বাসের কন্ডাক্টর যখন আমার কাছে টিকিট চাইছিল তখন আমি না দেওয়ায় আমাকে বের করে দেয় তারপর আমি মাঝ রাস্তায় সাহায্যের জন্য চিৎকার চেঁচামেচি শুরু করি আর তখনই আপনার সাথে আমার দেখা হয় আর তারপর.."
এতক্ষণ একনাগাড়ে কথা বলছিল মেয়েটি আর কান্না করছিল তাই হেঁচকি উঠে যায়।রিক পানি দেয় এবং তারপর বলে, "এখন কি করবে? "🤨🤨
অনেকক্ষণ পর রিকের দিকে তাকিয়ে বেলা বলে, "আমাকে এখানে একটু থাকতে দেবেন আমি প্রমিজ করছি আপনার সব টাকা আমি শোধ করে দেব🙏🏻🙏🏻🙏🏻আর পারলে যদি একটা কাজের সন্ধান করে দিতেন আরকি..…."
রিক ভ্রু উঁচিয়ে তাকিয়ে থাকে🤨তার তাকানো দেখে বেলা বলে, "আমি আপনার বাড়ির সব কাজও করে দিব।"😟
সব কথা মনোযোগ দিয়ে শুনলেও শেষোক্ত কথাটি মনে হয় রিকের খুব একটা পছন্দ হয়নি আর তাই ভ্রু কুঁচকে বলে ,"listen little barbe doll you are not my maid. আমি এখানে তোমাকে আমার কাজের লোক হিসাবে নিয়ে আসিনি "শেষের কথাটা যেন একটু বেশিই জোরে বলল😠😠
বেলা বুঝে উঠতে পারল না লোকটি কেন রেগে গেল।আর তাই ইনোসেন্ট ফেস করে বলে,"হুম"🥺🥺
বেলার এই ইনোসেন্ট ফেস দেখে রিক আর রেগে থাকতে পারল না তাই নরম কণ্ঠে বলল,
"ভেবেছিলাম আজকে বাসায় থাকবো কিন্তু তোমার জন্য আর থাকা হবে না "😏
বেলা না বুঝেই প্রশ্ন করে ,"কেন?"🤨
রিক বলে, "আমি ভার্সিটি যাব এখন। সেখানে গিয়ে প্রিন্সিপালের সাথে কথা বলে তোমার এডমিশন করার ব্যবস্থা করছি। শোনা মেয়ে আমি তোমাকে এখানে ফ্রিতে থাকতে দিতে পারবো না তাই তোমার এতদিনের থাকা-খাওয়ার খরচ সব তোমার থেকে উসুল করব। কিন্তু কোথাও কাজ করতে গেলে আগে শিক্ষাগত যোগ্যতা লাগে তোমার আবার তাও নেই তাই ভার্সিটিতে ভর্তি করাচ্ছি সেখান থেকে পড়ালেখা করে একটা চাকরি জোগাড় করে আমার সব টাকা উসুল করে তারপর এখান থেকে যেতে পারবে is that clear?"😠
বেলা মাথা নেড়ে সম্মতি জানায়
"তোমাকে ফ্রিতে এখানে থাকতে দেওয়ার মতো ওতটাও ভালো মানুষ নই আমি বুঝলে মেয়ে। আমি খুব খারাপ মানুষ তোমার কল্পনার থেকেও বেশি। এবার কি এখনো এখানেই দাঁড়িয়ে থাকবে নাকি যাবে আমি চেঞ্জ করবো।"
এ কথা শুনে বেলা চলে যেতে লাগলে পেছন থেকে রিক তার হাত টেনে ধরে বলে ,"wait a moment babe সামহাউ তুমি কি আমার চেন্জ করা দেখতে চাইছো? আমার কিন্তু কোনো প্রবলেম নেই তোমার সামনে চেন্জ করতে "বলে যেই না টাওয়ালে হাত দিলো ওমনি বেলা তার হাত ছাড়িয়ে নিয়ে দৌড় দেয়🏃🏼♀️🏃🏼♀️🏃🏼♀️🏃🏼♀️
পেছন থেকে এডউইন হাসতে হাসতে শেষ 🤣🤣🤣🤣🤣
—
সেই দুপুরের পরে যে রিকার্ডো বেরিয়েছিল আর ফেরেনি। এখন বাজে রাত ৯:৫৮। বেলা তার অপেক্ষায় বসে আছে। বসে থাকতে থাকতে সে অনেক ক্লান্ত ও ক্ষুধার্ত এইসব ভাবতে ভাবতে এক পর্যায়ে সে ঘুমিয়ে পড়ে। রাত ১১:৪৭ কলিংবেলের আওয়াজ শুনে বেলা জেগে উঠে বুঝতে পারে যে রিক এসেছে আর তাই চটজলদি দরজাটা খুলে দিল।
ভেতরে প্রবেশ করতেই রিক বলে, "এখনো জেগে আছো যে? ঘুমাওনি কেন?"🤨
"আপনার অপেক্ষায় ছিলাম "🙂🙂
"ওয়েট এ মোমেন্ট বার্বি ডল Are you fallen in love with me?"🤨
রিকের এই প্রশ্ন শুনে বেলা হতভম্ব হয়ে যায়
"প্রেমে পড়তেই পারো কারণ হয়তো আমার মতো এত হ্যান্ডসাম ছেলে কখনো দেখো নি" বলেই গর্বের হাসি দেয়😤😤😤
বেলা বলে, "আমার বয়েই গেছে আপনার প্রেমে পড়তে" বলেই জিভ দিয়ে ভেঙচি কাটে রিককে😝😝
"শোন এই নাও তোমার এডমিশন ফর্ম। এটা পুরণ করে কাল জমা দিতে হবে। তোমার সার্টিফিকেট কি কিছু নিয়ে এসেছ?"
"হুম" ,বলে মাথা নাড়ায় ☺️☺️
"ভেরি গুড তা না হলে তো আবার যাগ্গে "
"খেয়েছো?"🤨🤨
"না" ক্ষীণ কণ্ঠে বেলা জবাব দেয়।🙂
রিক এবার বেশ বিরক্ত হয় তবুও নিজেকে সামলে নিয়ে বলল, "শোন মেয়ে আমার বাড়িতে থাকতে হলে তোমাকে কিছু নিয়ম মেনে চলতে হবে। এভাবে না খেয়ে থাকলে পরে মরে-টরে গেলে আমার ওপর সেই দায়ভার এসে পড়বে আমি কিছুতেই তা হতে দিতে পারি না 😤 সো এখন থেকে ঠিক সময়ে খাবার খেতে হবে তা না হলে অন্য কোথাও নিজের ব্যবস্থা করে নেও"😡😡
এই প্রথম বেলার কারো বকুনি খেতে ভালো লাগলো।🤭🤭 রাতের খাবার খেয়ে এসে শুয়ে পড়লো বেলা । জার্নি করার জন্য সে সহজেই ঘুমিয়ে পড়ে
—
রাত ২:৩৪ মিনিট বিছনায় নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে আছে বেলা। তার গরম নিঃশ্বাস পড়ছে তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকা এক আগুন্তকের উপর। আগুন্তক বলে, "অন্য কারো ঘুম কেড়ে নিয়ে এখন নিশ্চিন্তে ঘুমাচ্ছ সুইটহার্ট তা কি কখনো হয়?" বলেই বাঁকা হাসে 😏
ধীরে ধীরে বেলার গলায় মুখ ডুবায় এবং তার গলায় থাকা কালো রঙের তিলটায় প্রথমে চুমু খায় আর তারপর জোরে কামড় দেয়। ঘুমের মধ্যেই বেলা নড়েচড়ে উঠে তা দেখে আগন্তুক হাওয়ায় মিলিয়ে যায়... চলবে🥀🥀