সকাল সকাল ঘুম ভাঙ্গে রিনির ফোনের রিংটোন শুনে । তবে সেটা কোনো এলার্ম এর শব্দে না ।তার ফোন টা বেজে ওঠে ।বিছানা ছেড়ে উঠে চোখ ডলতে ডলতে ফোনের স্ক্রিনে তাকায়।একটা অচেনা নাম্বার ,, কৌতূহল নিয়ে ফোন টা রিসিভ করে ।
" হেলো কে বলছেন ?"
" রিনি কেমন আছো ?" রিনির বুক টা কেঁপে উঠে ।এই গলার আওয়াজ সে এর আগে শুনেছে খুব কাছের একজন যাকে সে পাঁচ বছর আগে হারিয়ে ফেলেছে ।
তাহলে এতো বছর পর কি সে ফিরে এলো ।
" হেলো রিনি চুপ করে গেলে যে ।আমি জানি তুমি আমাকে এখনো ভুলোনি। আর কখনো ভুলতে পারবে না।যেমন আমি তোমায় এখনো ভুলতে পারছি না । আর ভুলতে চাই না।"
রিনি চোখ দুটো ভিজে আসে ,পরক্ষণে নিজেকে সামলে নেই।অনেক টা কঠিন হয়ে বলে ।
" কেন ফোন করেছ আমাকে আবার কি দরকার ? সব তো শেষ তাহলে আবার কেনো ফিরে আসছ তুমি ? আমি তো নিজেকে সামলে নিয়েছি।"
" রিনি অতীতে যা হয়েছে সব ভুলে গিয়ে কি আমরা আবার নতুন করে শুরু করতে পারি না !!"
রিনি তাচ্ছিল্যের সাথে হেসে জবাব দেই ।
" সব কি ভোলা যায় রাজ ।যে কষ্ট টা আমি পেয়েছি সেটা কি করে ভুলি ।তুমি বেঈমান আর বেঈমান থাকবে । আর কখনো আমাকে ফোন করবে না ।" এই বলে রিনি ফোন টা কেটে দেই ।হাউমাউ করে কান্না করতে থাকে ।আবারও পাঁচ বছর আগে ঘটে যাওয়া ঘটনা টা মনে পড়ে যায় ।কলেজে পড়তে পড়তে রাজের প্রেমে পড়েছিল ।বেশ সুন্দর ভাবে তাদের সম্পর্ক চলছিল ।রিনি নিজের সব টা দিয়ে রাজ কে ভালবাসত ।
এলো সেই দিন টা যেদিন রাজের জন্মদিন এর সারপ্রাইজ দেবে বলে তার হোস্টেলে পৌঁছালো আর সেখানে গিয়ে যা দেখলো সেটা তার কল্পনার বাইরে ।রাজ একটি মেয়ের সাথে রুমে।
এই দৃশ্য দেখে সেখান থেকে এক ছুটে ফিরে আসে তারপর আর কখনো ঘুরে তাকাই নি ।রাজ কে ভোলার জন্য পাঁচ বছরের জন্য শহর ছেড়ে অন্য শহরে থাকতে শুরু করে ।
বাড়ি ফিরেছে দিন দুয়েক হবে এরমধ্যে আবারও তার কষ্টের অতীত ফিরে আসতে চাই যেটা সে কিছুতেই মেনে নিতে পারবে না।
কোনো ভাবে নিজেকে সামলে নেয় ।এরপর বেশ দুই দিন কেটে যায় ।একদিন রিনি দেখে মা ,বাবা রেডি হচ্ছে কোথাও যাবে বলে।
রিনি প্রশ্ন করে।
" এতো সাজগোজ করে কোথায় যাবে তোমরা ?"
রিনির মা প্রশ্নের জবাব স্মিত হেসে।
" রাজের আজ বিয়ের পাকা কথা আমাদের সবাই কে যেতে বলেছে । আর তুই তো জানিস রাজের বাবা তোর বাবার কতো কাছের বন্ধু না গেলে খারাপ দেখাবে । আর হ্যাঁ তোকেও যেতে বলেছে । তোকেও তো অনেক বছর দেখেনি ।আমি তো ভুলেই গিয়েছিলাম যা রেডি হয়ে নে ঝটপট ।তুই না গেলে আঙ্কেল আন্টি কিন্তু খুব রাগ করবে।"
রাজের বিয়ের খবর শুনে রিনির মাথা গরম হয়ে যায় ।দুই দিন আগে তাকে ফোন করে বলছিল সে ফিরে আসবে আর আজ শুনছে বিয়ে ।আজ আরও ঘৃণা জন্মায় রাজের প্রতি।
নিজের মনে বলতে থাকে ।
" বেঈমান কখনো ভালো মানুষ হতে পারে না ,সে বেঈমান থাকে।"
" কি রে কি ভাবছিস অনেক লেট হয়ে গেলো যা রেডি হয়ে নে আমাদের বেরোতে হবে তো!!" বাবার কিছু বলাতে নিজের ভাবনা থেকে বেরিয়ে আসে।
" আমি কোথাও যাবো না ,তোমাদের যাওয়ার হলে তোমরা যাও।"
মা - এমন বলে না রিনি তোর বাবার মান সন্মান কোথায় যাবে বল তো।যা দেরি করিস না রেডি হয়ে নে।
আর তো কিছু বলা যাবে না।ইচ্ছা না থাকলেও যেতে হবে।
রিনি রাজের বাড়ি গিয়ে প্রথমে সবার সাথে আলাপ করে।তারপর সোজা চলে যায় রাজের রুমে ।আগে থেকেই রাজ সেখানে ছিল ।
রিনি গিয়ে সোজা জামার কলার টা ধরে ।
" তুই বেঈমান আর বেঈমান থাকবি। আমার মন টা নিয়ে তুই যে ভাবে ছিনিমিনি খেলেছিস ।তুই কোনো দিন সুখী হবি না ।আজ পাঁচ টা বছর হয়ে গেছে তবুও তোর দেওয়া কষ্ট আমি এখনো ভুলতে পারছি না।"
রাজ - রিনি তুমি আমাকে ভুল বুঝছে।সেদিন তুমি যেটা দেখেছো তার মধ্যে কতো টা সত্যি আর কতো টা মিথ্যে সেটা কি জানতে চেয়েছো।
" আমার কিছু জানার দরকার নেই ।যে দৃশ্য আমি দেখেছি সেটাই যথেষ্ট।তাহলে কেন আমার সাথে প্রেমের খেলা খেলছিলে তুমি ?"
রাজ এর মধ্যে কাও কে ডাকে । আর সেখানে উপস্থিত হয় রাজের বন্ধু অভি আর তার স্ত্রী নিকা ।যাকে পাঁচ বছর আগে রাজের হোস্টেল রুমে রিনি দেখেছিল ।
নিকা স্মিত হেসে রিনির কাছে এসে বলে ।
" আমাকে দেখে তুমি নিশ্চই চিনতে পারছ যাকে পাঁচ বছর আগে রাজের রুমে দেখেছিলে।কিন্তু তুমি ভুল দেখেছিলে । হ্যাঁ আমি ছিলাম কিন্তু রাজের প্রেমিকা না অভির প্রেমিকা ।সেদিন রাজের জন্মদিন ছিল সেই জন্য আমি গিয়েছিলাম ।কিন্তু তুমি যে অন্য কিছু ভেবে পাঁচ টা বছর এই ভাবে দুজন দুজনকে কষ্ট দিয়ে দূরে থাকবে সেটা সত্যি ভাবিনি।"
অভি - আজ আর কোনো দুরত্ব না এবার দুজন দুজনের কাছে সারাজীবন থাকো ।ভালোবাসা তে বিশ্বাস খুব ইম্পর্টেন্ট।
রিনির চোখ ভিজে আসে।
" কিন্তু আজ আর সত্যি টা জেনে কি লাভ রাজ তো নিজেই দূরে যেতে চাই আমার থেকে ।তাই তো বিয়ে করছে।"
নিকা - হম বিয়ে করছে কিন্তু কে সেটা কি তুমি জানো,!! সেটা একমাত্র তুমি আর কেউ না ।রাজ শুধু রিনি কেই ভালবাসে ।,,, অভি এবার আমাদের এখান থেকে চলে যাওয়া ঠিক হবে।ওদের একটু একা ছেড়ে দাও।
এরপর অভি ,নিকা রুম থেকে চলে যায়।রুমের মধ্যে রিনি আর রাজ ।
রিনি মেঝে তে বসে পরে আর কান্না করতে থাকে।তাদের মধ্যে পাঁচ টা বছর নষ্ট হয়ে গেল।
রাজ রিনির হাত টা শক্ত করে ধরে।
" আমি অনেক বার তোমায় বোঝাতে চেয়েছি ।অনেক বার তোমার সাথে যোগাযোগ করতে চেয়েছি ।কিন্তু তুমি কোনো কিছুই শোনো নি।একবার যদি শুনতে তাহলে আমাদের মধ্যে পাঁচ টা বছর এই ভাবে নষ্ট হতো না।রিনি আমি তোমায় খুব ভালোবাসি আর তোমার সাথে বাকি জীবন টা কাটাতে চাই ।তুমি কি আমার সাথে থাকবে ?"
রিনি রাজের বুকে মাথা রেখে বলে।
" আমি ও তোমায় খুব খুব ভালোবাসি ,সারাজীবন এই ভাবে তোমার বুকে মাথা রেখে শান্তি তে থাকতে চাই রাজ।"
" রিনি,,।"