Painter book and story is written by Sayani Paul in Bengali . This story is getting good reader response on Matrubharti app and web since it is published free to read for all readers online. Painter is also popular in Moral Stories in Bengali and it is receiving from online readers very fast. Signup now to get access to this story.
পেইন্টার - উপন্যাস
Sayani Paul
দ্বারা
বাংলা Moral Stories
–“ নেন তিনশো টাকা হইসে। ” –“ পেইন্টিং আমার পছন্দ হয়নি। রেখে দাও ওটা। ” –“ কিন্তু আপনার জন্যিই তো আঁকলাম। টাকাটা দেন। ” –“ বললাম তো পছন্দ হয়নি। যতসব! ” বলেই লোকটা বেরিয়ে যায়। ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে নিমাইবাবু। অপ্রত্যাশিত এক ঝটকা লেগেছে তার। শ্যামবাজার মোড়ে পেতলের দোকানের সামনে বসে নিমাই। পাড়ার লোকে ওকে নিমাইদা বলেই ডাকে। ওর আঁকার হাত এত সুন্দর যে, কোনটা আঁকা আর কোনটা আসল – মানুষ হামেশাই গুলিয়ে ফেলে। সরঞ্জাম বেশি কিছু না। কয়েকটা প্যালেট, জল রং, ব্রাশ, কালার ডাস্ট আর ক্যানভাস। এই কটা জ
Story of a skilled street painter. One day a very strange men came and refused to give him the money. Why? and What will happen next?
নিমাই ফিরে আসে। এত সুন্দর একটা পেইন্টিং বিক্রি হলো না তার। –“ নিমাইদা মন খারাপ কোরো না। এটা তুমি টানিয়ে রাখো। কারোর না কারোর পছন্দ তো হবেই, সে মোটা টাকা দিয়ে নিয়ে যাবে। ”নিমাই তাই করে। কিন্তু তার মন ...আরও পড়ুনলাগছিল না। ব্রাউন কোট পড়া লোকটা এমন ভাবে নির্দেশ দিচ্ছিল যেন মনে হচ্ছিল তিনি ভীষণ বড় আর্টিস্ট। তিনি যেভাবে বলেছিলেন নিমাই সেইভাবে এঁকেছিল, তবুও লোকটার পছন্দ হলো না? সেই দিন নিমাইয়ের ৬০০ টাকা ইনকাম হয়েছিল। কিন্তু বাড়িতে এসেও সে খুশি থাকতে পারছিল না। ওই ব্রাউন কোটের সাথে যদি আরেকবার দেখা হতো…পরদিন যথাসময়ে নিমাই নিজের জায়গায় বসে। সকাল গড়িয়ে দুপুর, দুপুর