দ্যা হাউস অফ ডেভিল স্পিরিট - 7

  • 16.1k
  • 6.6k

অভিরূপ যখন গেস্ট হাউসে পৌঁছালো তখন গেস্ট হাউসটা পুরো গাঢ় অন্ধকারে ঢাকা | অভিরূপের মাথার উপর দিয়ে কয়েকটি রাতচরা পাখি উড়ে গেল | আজকে অভিরূপ এর এই গেস্ট হাউস টাকে অন্যদিনের তুলনায় আলাদা রকম লাগছে | অভিরূপ ফোনের টর্চ জ্বালিয়ে গেস্ট হাউসের সদর দরজা খুলে ভিতর ঢুকলো | ভিতরে ঢুকে অভিরূপ মায়াকে ডাকল , মায়া ...... মায়া ...... মায়া ..... |অভিরূপ মায়া কে বার তিনেক ডাকলো কিন্তু মায়ার কোনো সাড়া পেলো না | অভিরূপ গেস্ট হাউস এর আলোটা জ্বালাতে যাবে এমন সময়ে দোতলার ঘর থেকে একটা মন্ত্র পড়ার আওয়াজ শুনতে পেল। অভিরূপ সিঁড়ি দিয়ে দোতলার উঠে গেল | দোতলার একটা