ঝরাপাতা - 14

  • 243
  • 54

ঝরাপাতাপর্ব - ১৪- "ইয়েস, শ্রেয়ান সরকার। মিঃ শ্রেয়ান, যদি বিয়েটা টিঁকিয়ে রাখেন, অদ্রিজা সুস্থ হলে ওর সঙ্গে সংসার করবেন ভাবেন, দেন আই উইল সাজেস্ট, প্লিজ রিথিঙ্ক। আজ ও অসুস্থ বলে, আপনি রিপেন্ট করছেন বলে, হিরো হওয়ার সহজ পথ বেছে নেবেন না। কাজটা মোটেই সহজ নয়। আপনি যদি ফেল করেন, দেন শী ইউল বি রুইনড। আর সেই অপরাধের বোঝা জীবনভর বইতে পারবেন? তেমনি সারাজীবন অপছন্দের মানুষের সঙ্গে কাটানোর দায় নিতে পারবেন কি?" ডঃ গিরি ফালাফালা করে দিচ্ছেন রনিকে, সঙ্গে ওর বাড়ির বাকি তিনজনকেও।- "ম্যাডাম, মিলি মানে অদ্রিজার সঙ্গে আমার কোনো পার্টিকুলার সমস্যা হয়নি। ওর দিদি অদ্রিকা বিয়ে না করায়, অন্যদেরও সন্দেহ