Read Jharapata - 14 by Srabanti Ghosh in Bengali Love Stories | মাতরুবার্তি

Featured Books
বিভাগ
শেয়ারড

ঝরাপাতা - 14

ঝরাপাতা

পর্ব - ১৪

🌷🌿🌷🌿🌷🌿🌷

- "ইয়েস, শ্রেয়ান সরকার। মিঃ শ্রেয়ান, যদি বিয়েটা টিঁকিয়ে রাখেন, অদ্রিজা সুস্থ হলে ওর সঙ্গে সংসার করবেন ভাবেন, দেন আই উইল সাজেস্ট, প্লিজ রিথিঙ্ক। আজ ও অসুস্থ বলে, আপনি রিপেন্ট করছেন বলে, হিরো হওয়ার সহজ পথ বেছে নেবেন না। কাজটা মোটেই সহজ নয়। আপনি যদি ফেল করেন, দেন শী ইউল বি রুইনড। আর সেই অপরাধের বোঝা জীবনভর বইতে পারবেন? তেমনি সারাজীবন অপছন্দের মানুষের সঙ্গে কাটানোর দায় নিতে পারবেন কি?" ডঃ গিরি ফালাফালা করে দিচ্ছেন রনিকে, সঙ্গে ওর বাড়ির বাকি তিনজনকেও।

- "ম্যাডাম, মিলি মানে অদ্রিজার সঙ্গে আমার কোনো পার্টিকুলার সমস্যা হয়নি। ওর দিদি অদ্রিকা বিয়ে না করায়, অন্যদেরও সন্দেহ হচ্ছে দেখে আমি ভেবেছিলাম, অদ্রিজার জীবনেও কেউ থাকতে পারে। হঠাৎ কয়েক ঘন্টায় বিয়ে করতে বসিয়ে দেওয়ায় তাকে খবর দিতে পারেনি, কোনো ব্যবস্থা করতে পারেনি। এখন বিয়ের পর সুযোগ পেলেই অদ্রিজাও চলে যাবে। তখন যে কি হিউমিলিয়েশন ফেস করতে হবে, তা আমার জানা হয়ে গেছিল। সবটাই আমার মনের বেসলেস ভাবনা। কিন্তু এই ভয় ছাড়া সত্যিই অন্য কারণ ছিল না আমার তরফে।" 

আজ রনি প্রথম সকলের সামনে আসল কারণটা খুলে বলল। যে কাজ করেছে, তার ফলাফল এত ভয়াবহ হলেও, রনির দিকটাও আজ বুঝতে পারে পিউ, সমর আর গোপা। ওরা বোঝে, সেদিন মণিকা যদি রনির পাশে না দাঁড়াত, তবে আজ রনি এই চেম্বারে কাঁচের দেওয়ালটার এপাশে নয়, ওপাশে থাকত মিলির মতো। রনির সেই বিক্ষিপ্ত অবস্থায় পাশে দাঁড়ানোটা ভুল হয়নি, ভুল হয়েছিল, মিলির দিকে নজর না দেওয়া। এমন অদ্ভুত একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, প্রত্যেকে নিজের মানসম্মান নষ্টের ভয় পেয়েছে। আর সেই ভিত্তিহীন ভয় থেকে মিলি উদ্ধার করবে ধরে নিয়েছে ওরা সবাই, চেতনে বা অবচেতনে। 

সমর আর গোপা ভাবে, বাবা মা হয়েও ওরা নিজেরাও মিলির অবস্থা সবটা বোঝেনি, তাকে আগলে রাখতে রুখে দাঁড়ায়নি। তবে আর রনি বা মণিকার উপর রাগ পুষে রেখে কি হবে? দুজনেই সর্বান্তঃকরণে রনির বাড়ির সবাইকে ক্ষমা করে দেয় এই মুহূর্তে। 

সেই কথাই উঠে আসে ডঃ গিরির কথায়, "আপনার দিকটা আমি বুঝতে পারছি। আপনি আদ্যন্ত ভুল ভেবেছেন, ভুল করেছেন। তবে অসৎ মানুষ হয়ত না। তাই অদ্রিজার সঙ্গে নিজের অজান্তেই যে অন্যায় করেছেন, ওকে মেনে নিয়ে তার ক্ষতিপূরণ করতে চাইছেন। একজন কাউন্সেলর থেরাপিস্ট হিসেবে আমি শেষ মানুষ যে আপনার এই ডিসিশনকে সাপোর্ট করব। বরং শেষপর্যন্ত আপনাকে ভাবতে বলব। যা ঘটে গেছে, তারপর বিয়ে ভাঙলে আপনাকে লোকে খারাপ ভাববে বলে আপনি আবার ভুল করতে যাচ্ছেন।"

- "আপনি মনে করেন, ওরা দুজন একসঙ্গে থাকতে পারবে না?" বনি জানতে চায়। 

- "ইয়েস, মিঃ সায়ন। মিথ্যে ফ্যামিলি প্রেস্টিজ আর অদ্রিজাকে কমপেনসেট করার ভাবনাটা পাশে সরিয়ে রাখুন, ফেস দ্য রিয়ালিটি। মিঃ শ্রেয়ানের মনে এই মুহূর্তে অদ্রিজার জন্য দয়া, মায়া, করুণা, নিজের কাজের পাপবোধ থেকে বেরোনোর একটা স্ট্রং ডিজায়ার কাজ করছে। ঠিক যে ফিলিংস গুলো আপনাদের ফ্যামিলির বাকি তিনজনের মধ্যে আছে। তাই আপনারা বিয়ের মুহূর্ত থেকে অদ্রিজা যা ডিজার্ভ করে, যা পায়নি, সেটা ওকে দিয়ে সব সেটল করতে চাইছেন। অথচ ও এখনও আপনাদের আপন হয়ে ওঠেনি। এখনও ও শুধুই একটা আনলাকি মেয়ে আপনাদের কাছে । তাই দেখুন, ভুলটা বুঝে যাওয়ার পর ওর বাবা মা বিয়ে, প্রেস্টিজ, এসব নিয়ে আর মাথা ঘামাচ্ছেন না, মেয়ে সুস্থ হোক, এইটুকুই চাইছেন।"

- "ম্যাডাম, অদ্রিজা সুস্থ হয়ে যাক, আমিও ভীষণভাবে চাই। ওর এই অবস্থা হবে, এই অবস্থা কেন, এর দশভাগের, একশোভাগের একভাগও খারাপ হবে জানলে আমি এই কাজ করতাম না।" রনি আসলে বোঝানোর চেষ্টা করছে, ও মিলিকে সুস্থ করতে চায়, ভালো রাখতে চায়। 

- "আমি বুঝতে পেরেছি আপনার মনের কথা। তাই তো এটাও বুঝতে পারছি, অনুশোচনা থেকে আপনি বা বলা ভালো আপনারা সবাই ওকে ভালো রাখতে স্যাক্রিফাইস করতে যাচ্ছেন। মিসেস পিয়ালী যেমন ওকে জাস্টিস পাইয়ে দিতে বাড়ি ছাড়তেও রাজি ছিলেন। উনি বুঝেছেন, অদ্রিজার ট্রীটমেন্ট দরকার, তাতে আপনারা সঙ্গে আছেন, তাই বাড়ি ছেড়ে যাননি। আপনারাও বুঝুন, বিয়েটা টিঁকে থাকার উপর ওর সুস্থ হয়ে ওঠা ডিপেন্ড করছে না।"

- "সেটা বুঝতে পারছি। আর আমরা তো এক্ষুণি ওকে নিয়ে এসে ঘরসংসার করাচ্ছি না। ও সুস্থ হলে তখন ওরা দুজন সংসার করতে পারে না? ওদের বিয়ে হয়েছে, ওরা স্বামী স্ত্রী !" মণিকা মাঝামাঝি সমাধান খুঁজছে। 

- "অদ্রিজা সুস্থ হয়ে ওঠার মধ্যে কিন্তু ওর মনে পড়বে বিয়ের কথা। ওর সঙ্গে কি কি হয়েছে, সব কথা। সেটা কোনো আন এ্যাভয়েডেবল সিচুয়েশনের সামনে পড়ে ওর এক্ষুণিও মনে পড়তে পারে, যত সুস্থ হবে, চিন্তাভাবনা পরিষ্কার হবে, তত মনে পড়তে পারে, নরমাল লাইফে ফেরা শুরু করলে বিভিন্ন রেফারেন্সে মনে পড়তে পারে। মোটকথা মনে পড়বেই। তখন কি ও মিঃ শ্রেয়ানকে মেনে নেবে? নেবে না। আসলে ওর অসুখটা কি হয়েছিল, কেন হয়েছিল, এটা বুঝলেই মিঃ শ্রেয়ানকে ও অপছন্দ করবে। প্লিজ, ডোন্ট মাইন্ড এভরিবডি। সত্যিটা সত্যিই। ওর রাগ হবে, বা ঘেন্না হবে, এটাই তো স্বাভাবিক।"

কাঁটা হয়ে বসে আছে সকলে। সত্যি কথা, ভীষণ সত্যি সবকটা কথা। যে বিয়েটা সেদিন মর্যাদা পায়নি, সেটা তো মিলিকে শুধু দুঃখই দেবে ভবিষ্যতে। 

- "এদিকে মিঃ শ্রেয়ানও ওকে নিজের ওয়াইফ হিসেবে ভাবেননি কখনো। ও সুস্থ থাকলে ওকে নিয়ে কোনো ফিলিংস, আই মীন, কোনো রিগ্রেট কাজ করবে না মিঃ শ্রেয়ানের মনে। তাহলে বৈবাহিক সম্পর্ক থাকবে কি করে? দেখছেন তো অকারণ সামাজিক অসম্মানের ভয়ে জীবন কিভাবে নষ্ট হয়ে যায়। তাই বিয়েটা নেই ধরেই সবাই এগোই চলুন।"

- "আমি ওকে ভালবাসি ম্যাডাম !" পিউ আঁতকে ওঠে। 

- "আপনারা সবাই এখন কমবেশি ওকে আবার ভালবাসেন, ওর ভালো চান। কিন্তু ওর অনিচ্ছায়, ওকে বাধ্য করে নিজেদের বাড়ির বৌ করবেন কি? না করে রাখতে পারবেন?"

- "না না,জোর করার কথা না। আসলে আর কিছু হওয়ার নেই ভাবতে পারছি না।" পিউ কেন কেউ মানতে পারছে না। মিলির চিকিৎসার কি অবস্থা, কতদিন লাগবে, এসব ভাবনা নিয়ে এখানে এসেছিল। সেখানে সম্পূর্ণ নতুন করে ভাবতে হবে এবার। 

- "এই সত্যিটা যত তাড়াতাড়ি পারেন এ্যাক্সেপ্ট করে নিন। আপনারা সত্যিই লাকি, একটা সেকেন্ড চান্স পেয়েছেন। নিজেদের কষ্ট, খারাপ লাগা, রিগ্রেট, সব কাটিয়ে ওঠার টাইম পাচ্ছেন। ও যতদিন সব মনে করতে পারবে না, তার মধ্যে আপনারা ফ্রেশ হয়ে যান। ওর সঙ্গে পুরনো সম্পর্কটায় ফিরে যান। ওর যখন সব মনে পড়বে, এই সময়টা ওকে লাইটলি নিতে শেখাবো আমরা। আর সেক্ষেত্রে ও অনেক ভালো থাকবে দেখবেন।" মিষ্টি হাসেন ডঃ গিরি, "আপনারাও তখন ওর ডিসিশনে কষ্ট পেতেন। এখন থেকে আশা না রাখলে, সেসব জটিলতা আসবে না।"

চলবে