ঝরাপাতা - 26

  • 75

ঝরাপাতাপর্ব - ২৬মিলি বাইকের পিছনে গোঁজ হয়ে বসে আছে। রনি যখন ধমক দিয়েছিল, পড়াশোনা ঠিক না হলে ম্যাডামকে না বলে দেয়, বাবা মাও কি বলবে - এইসব ভেবে ভয় পাচ্ছিল। এখন যখন পড়াশোনাই হল না, রনির ধমকে যে খারাপ লেগেছিল, সেই অনুভূতিটা ফিরে আসছে। রনি নিজে তো ভেবেই পাচ্ছে না, মিলির সঙ্গে কিভাবে কথা বলবে। মিলি একটাও কথা বলছে না দেখে ক্রমশ বুঝতে পারছে, সব আবার জট পাকিয়ে ফেলেছে নিজে। একটু ফাঁকা একটা ছোট দোকানের সামনে বাইক থামিয়ে বলল, "আইসক্রিম খাবে?" অন্যান্য দিনও রনি কিছু খাওয়াতে চাইলে মিলি না না করে। রনি বোঝে সেটা স্বাভাবিক ভদ্রতা। আজ মিলির গলায় অন্য স্বর। তফাতটা